
ইতালি লিগের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন এসি মিলানের পর্তুগীজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।
গতকাল রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে সাসুউলোর বিপক্ষে মাত্র ছয় সেকেন্ডে গোল করেছেন তিনি। ম্যাচে এসি মিলান জয় পেয়েছে ২-১ গোলে। একই দিনে ইন্টার মিলানও একই ব্যবধানে জয় পেয়েছে। তারা হারিয়েছে স্পেজিয়াকে।
সাসুউলোর খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগে গোল হজম করতে হয়। স্বাগতিক দলের খেলোয়াড়রা বলে পা লাগানোরও সময় পাননি।
কিক অফ থেকে বল পেয়ে হাকান কালহানোগলু বল নিয়ে সোজা সাসুউলোর রক্ষণভাগে ঢুকে পড়েন। অন্যদিকে রাফায়েল লিয়াও বাম দিকে সাসুউলোর গোল পোস্ট লক্ষ করে এগুতে থাকেন।
প্রতিপক্ষের খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই বল চলে যায় লিয়াও’র কাছে। কালহানোগলুর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন লিয়াও। এর মধ্য দিয়ে তিনি ঢুকে পড়েন ইতিহাসের পাতায়।
এর আগে কেউ এত কম সময়ে সিরি ‘এ’তে গোল করতে পারেননি। আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল পাওলো পগির। তিনি ২০০১ সালে উদিনিসের হয়ে মাত্র ৮ সেকেন্ডে গোল করেন।
দুই মিলানের জয়ের ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এসি মিলান ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইন্টার রয়েছে দ্বিতীয় স্থানে। আগের দিন পাওয়া জয়ে ২৭ পয়েন্ট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস তৃতীয় স্থানে।