
ঠাকুরগাঁওয়ে জমির জাল খতিয়ান তৈরির হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা শহরের কোর্ট চত্বর এলাকার তারেক কম্পিউটার নামে প্রতিষ্ঠানের মালিক মো. তারেক।
গতকাল সোমবার বিকেলে জমির জাল খতিয়ান বানানোর সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান কোর্ট চত্বর এলাকার তারেক কম্পিউটারে অভিযান পরিচালনা করেন। এ সময় জমির জাল এসএ খতিয়ান বানানোর সময় ওই প্রতিষ্ঠানের মালিক মো. তারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জাল খতিয়ানের কপিসহ অন্য ভুয়া কাগজ।
তিনি আরও জানান, তারেক জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমের কর্মকর্তা ও কর্মচারীদের সিল ও স্বাক্ষর জাল করে নকল খতিয়ান তৈরি করতেন। গ্রেপ্তারের পর একটি সংগঠনের নেতা তাকে ছাড়ানোর জন্য জোর তদবির চালান। কিন্তু প্রশাসন তার তদবিরে কর্ণপাত না করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
তারেককে থানা হেফাজেতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমের সাব রেজিস্ট্রার আব্দুল গফুর বাদী হয়ে মামলা করেছেন।