বিনোদন ভুবন

জাগরণী থিয়েটারের ২৬ বছর পূর্তি আয়োজন

আজ ১ জানুয়ারি ২০২১ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে জাগরণী থিয়েটারের ২৬ বছর পূর্তি অনুষ্ঠান।

এ উপলক্ষে জাগরণী সম্মাননা ও ‘রাজার চিঠি’ নাটকের ৩৫তম মঞ্চায়ন হবে।

জাগরণীর ২৬ বছরের পথচলায় নানা পর্যায়ে ভূমিকা ও সহযোগিতার জন্য জাগরণী সম্মাননায় ভূষিত হবেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমরুল হাসান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব আবু নাসের বেগ, সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান, গোপালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রাশেদ, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, সমাজসেবক সম্পাদক প্রদীপ কুমার দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম প্রমুখ।

আরো ভুষিত হবেন জাহাঙ্গীরনগর জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ডা. আব্দুর রাজ্জাক, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক, অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক রঞ্জন কুমার সরকার, সাভার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শাহানা জাহান সিদ্দিকা, সাংবাদিক মো. আজিম উদ্দিন, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও রোজ ইন্টিমেটসের পরিচালক সঞ্জয় কুমার নাহা প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে নাটক ‘রাজার চিঠি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শাহজাদপুরের কাহিনী নিয়ে নাটক রচনা করেন মাহফুজা হিলালী আর নির্দেশনায় দেবাশীষ ঘোষ।

নাটকটির মূল চরিত্র হরিদাস বসাক এর ভূমিকায় অভিনয় করবেন স্মরণ সাহা। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শাহানা জাহান সিদ্দিকা, হারুল ইসলাম, শাহানাজ শারমীন খান সীমু, ইয়াসিন শামিম, রফিকুল ইসলাম, শ্রেয়া সাহা, বর্ষা, পল্লব সরকার, আকাশ মিয়া, শ্রাবণ সূত্রধর, সাবেকুন নাহার মুন ও রাসেল রাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button