জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ ও খাতভিত্তিক তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে সিনেসিস আইটি।
চুক্তির আওতায় “জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ” শিরোনামে পরামর্শক সেবা কেনার নিমিত্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিনেসিস আইটি।
চুক্তির অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য এবং খাতভিত্তিক দক্ষতা তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য কর্মকৃতি নির্দেশক, অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সমন্বয় ও মূল্যায়নসহ প্রযুক্তিগত সব ধরনের সহায়তা করবে সিনেসিস আইটি।
সিনেসিস আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন এর ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে ছিলেন যুগ্মসচিব মো. নূরুল আমিন, সদস্য (প্রশাসন ও অর্থ)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, সদস্য (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব মো. নূরুল আমিন, সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) যুগ্মসচিব আলিফ রুদাবা, পরিচালক (অর্থ) ড. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক (এইচআরএম ও প্রকিউরমেন্ট) মোহাম্মদ মাহফুজুর রহমান, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, আইটি পরামর্শক মামুনুর রহমান।
সিনেসিস আইটি লিমিটেড
সিনেসিস আইটি লিমিটেড বাংলাদেশের প্রথম সারির আইটি প্রতিষ্ঠান যা সিএমএমআই লেভেল ৩, আইএসও ২৭০০১ এবং আইএসও ৯০০১ এ সনদ প্রাপ্ত । ১৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানটিতে রয়েছে সাড়ে পাঁচশোর বেশি কর্মচারী, যারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
বৈচিত্র্যময় সদস্যদের সহায়তায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ দেশের বড় করপোরেশনগুলোকে উচ্চমানের পরিষেবা দিচ্ছে সিনেসিস আইটি।
বিটিআরসির সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রকল্পটির জন্য ইতিমধ্যে “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি-উইসিস/WSIS উইনার পুরস্কার-২০২১”, “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” ও আইটিইউ টেলিকম এ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার অর্জন করেছে সিনেসিস আইটি।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ চাহিদার বিপরীতে দক্ষ জনশক্তির যোগান দিতে গত ১৮ সেপ্টেম্বর, ২০১৮ জাতীয় সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ বিল পাশ হয়।