দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় গত অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
আজ ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতর থেকে কোভিড-১৯ এর প্রেক্ষাপটে ভার্চুয়াল বার্ষিক সভা শুরুর আগে দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক গতিধারার ওপর তৈরি করা রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এতে সব দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে গেলেও বাংলাদেশ, নেপাল ও ভুটানেরটা বাড়বে বলে অনুমান করা হয়েছে।
বিশ্বব্যাংক বলেছে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে দুই শতাংশ। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত আগস্টে প্রকাশিত সাময়িক হিসাবে বলা হয়েছে, ওই অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২ শতাংশ।
সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, রফতানি রেমিট্যান্স বাড়ছে। অর্থনীতিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা আশা করছি, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।