
দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করে চলেছেন এই পর্তুগিজ। গেল সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ সেরা করলেন। আর এর দিন চারেক পরে সিরি আ’তে জেনোয়ার বিপক্ষেও জোড়া গোল করে দলকে জেতালেন। রোনালদোর জোড়া গোল ও পাওলো দিবালার এক গোলে ১-৩ ব্যবধানে জেনোয়ার বিপক্ষে জিতেছে জুভেন্টাস।
দুই ম্যাচের মধ্যে মিল একটি জায়গায়। বার্সার বিপক্ষেও রোনালদোর জোড়া গোল এসেছিল পেনাল্টি থেকে। ম্যাচের ৫৭ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির অ্যাসিস্ট থেকে গোল করে প্রথমে জুভেন্টাসকে এগিয়ে নেন পাওলো দিবালা। তবে এর মিনিট চারেক পরে স্টেফানো স্টুয়ারো গোল করে জেনোয়াকে সমতায় ফেরেন।
খেলার ৭৫ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো বল নিয়ে জেনোয়ার ডি বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন রোভেলা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে দলকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার অন্তিম মুহূর্তের দিকে জেনোয়ার ডি বক্সে বল পেয়ে যান মোরাতা। তাকে আটকাতে এগিয়ে আসেন জেনোয়া গোলরক্ষক কিন্তু মোরাতাকে ফাউল করেন তিনি। রেফারি সঙ্গে সঙ্গে জুভেকে আরও একটি পেনাল্টি উপহার দেয়।
স্পট কিক থেকে ম্যাচের ৮৯ মিনিটে আরও একবার বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে জুভেন্টাসের ১-৩ গোলের ব্যবধানের জয় নিশ্চিত হয়। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। ম্যাচের জোড়া গোল নিয়ে চলতি মৌসুমে সিরি আ’তে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০টিতে। সিরি আ’তে রোনালদো ম্যাচ খেলেছেন সাত, যেখানে শুরু থেকে খেলেছেন মাত্র ছয় ম্যাচ।
এই জয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে জুভেন্টস। ১১ ম্যাচে চয় জয় আর পাঁচ ড্র’তে ২৩ পয়েন্ট নিয়ে চারে এখন জুভে। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এসি মিলান।