ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ছয় উইকেটে ৯৮ রানে। তাইজুল ইসলাম ও নাঈম হাসানের বোলিং তোপে দ্বিতীয় সেশনে সে সংগ্রহে মাত্র ১৯ রান যোগ করে ১১৭ রানে গুটিয়ে গেছে সফরকারী দল।
সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ২৩০। জয় দিয়ে সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১।
এ রান তাড়া করতে পারলে সেটি হবে রেকর্ড। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয় পায়নি কোনো দল। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ২০৯ রান তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেটিই সর্বোচ্চ।
দ্বিতীয় সেশনে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে জশুয়া সিলভাকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফেরান ২০ রানে।
এরপর আলজারি জোসেফের ব্যাটের কানা খুঁজে নেন তাইজুল। তার শট সিলি পয়েন্টে থাকা মুমিনুল হকের কাঁধে লেগে সহজ ক্যাচ হয়ে পৌঁছায় শর্ট এক্সট্রা কভারে থাকা নাজমুল হোসেন শান্তর কাছে। কোনো ভুল করেননি তিনি।
নাঈমের পরের ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অদ্ভূতুরে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন পুরো ইনিংসে ধৈর্যের পরিচয় দেওয়া এনক্রুমাহ বোনার। তিন বল পরে নাঈমকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন রাখিম কর্নওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে মোট চার উইকেট শিকার করেন তাইজুল, নাঈম তিনটি। আবু জায়েদ রাহি দুটি ও মেহেদি হাসান মিরাজ একটি উইকেট পান।
নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানে জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয় ২৯৬ রানে।