পাঠকক্ষ

টিএলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্ঠিত

দি লাইব্রেরিয়ান টাইমসের (টিএলটি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। টিএলটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুক্রবার বিকালে এ অনুষ্ঠানের অয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম মান্নান। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব লাইব্রেরি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনের (ইফলা) সভাপতি ক্রিস্টিন ম্যাকক্যানিজ।

অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির লাইব্রেরি অফিসার ও টিএলটির এডিটর-ইন-চিফ প্রদীপ রায়ের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ থেকে কো-হোস্ট এবং অনুষ্ঠান পরিচালনা করেন এমএম শোয়েব ও আদিবা আওলাদ মীর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. নাসির উদ্দীন মিতুল, চট্টগ্রাম মেট্রোপলিটনের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় বশাক ও গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজি আবু বক্কর সিদ্দিক। আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এএসআইএসঅ্যান্ডটি) প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের সিমনস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নারেশ আগারওয়াল ও আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের (এএলএ) সাবেক প্রেসিডেন্ট লইদা গার্সিয়া-ফেবো।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টিএলটি অনুষ্ঠানটি উদ্যাপন করল। এ কারণে এবারের আয়োজনটি বাংলাদেশের গ্রন্থগার পেশাজীবীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

অনুষ্ঠানে আট বিভাগে মোট আটজনকে অ্যাওয়ার্ড দেয়া হয়। টিএলটির ড. নাজিম উদ্দিন মেমোরিয়াল একাডেমিক অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এসএম মান্নান, এক্সিলেন্স একাডেমিক লাইব্রেরিয়ান অব ইয়ার হয়েছেন শাহ আব্দুল কাবেজ। এছাড়া স্পেশাল লাইব্রেরিয়ান অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন এবিএম শফিক আলম। এক্সিলেন্স মেডিকেল লাইব্রেরিয়ান অব দ্য ইয়ার মনিরুল ইসলাম, এক্সিলেন্স স্কুল লাইব্রেরিয়ান অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন আ ফ ম কামরুল ইসলাম ও পাবলিক লাইব্রেরিয়ান অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল করিম।

পেশাজীবীদের পাশাপাশি টিএলটির স্টুডেন্ট অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন শাম্মি আখতার শিখা (ঢাবি) ও রিহানা খাতুন (রাবি)।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব), বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড), মেডিকেল লাইব্রেরি অ্যাসোসিয়েশন (মেডল্যাব) ও বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতির (এসল্যাব) নেতরাসহ দেশি-বিদেশি অনেক গ্রন্থাগার পেশাজীবী অংশ নিয়েছেন।

দি লাইব্রেরিয়ান টাইমস
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় দি লাইব্রেরিয়ান টাইমস।

বাংলাদেশে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশার প্রথম ও একমাত্র পেশাদার অনলাইন নিউজ বুলেটিন এটি। বৃহৎ অর্থে গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান ও জনসংযোগ পেশাজীবীদের সাপ্তাহিক প্রকাশনা এটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সাপ্তাহিকের সম্পাদকীয় বোর্ড পেশাজীবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। গ্রন্থাগার পেশাজীবীদের পাশাপাশি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উৎসাহ দেয়া এবং তথ্যসেবা পেশায় ব্যতিক্রমী পরিষেবাদি অর্জনের জন্য উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দেয়া হয়। মূলত এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে গ্রন্থাগার পেশাজীবীদের স্বীকৃতির অভাব পূরণ করবে টিএলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button