রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল (সিনোফার্ম) উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে চীন।
আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, টিকাটি শর্তসাপেক্ষে বাজারজাত করা যাবে।
এর আগে সিনোফার্মের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনাভাইরাস রোধে তাদের টিকা ৭৯ শতাংশ কার্যকর। এ হার প্রতিদ্বন্দ্বী দুই কোম্পানি ফাইজার ও মডার্নার চেয়ে বেশ কম।তাদের টিকা করোনার বিরুদ্ধে যথাক্রমে ৯৫ শতাংশ ও ৯৪.১ শতাংশ কার্যকর।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের এ টিকা বিশ্বের কয়েকটি দেশে ক্লিনিক্যাল পরীক্ষায় রয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, পেরু ও আর্জেন্টিনা।
৯ ডিসেম্বর ইউএইর পক্ষ থেকে জানানো হয়, ক্লিনিক্যাল পরীক্ষাগুলোর চূড়ান্ত পর্যায়ের অন্তর্বর্তী বিশ্লেষণে দেখা যায়, টিকাটি ৮৬ শতাংশ কার্যকর।
ইউএই ও বাহরাইন এরই মধ্যে সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে।