আন্তর্জাতিক

টিকার ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে বিলের মেয়ের কৌতুক

জনহিতৈষী কাজের অংশ হিসেবে অনেক বছর ধরেই নানা রোগের টিকার গবেষণা ও এর আধুনিকায়নে পৃষ্ঠপোষকতা করছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। এরই ধারাবাহিকতায় করোনা মহামারির শুরুতে নতুন ভাইরাস ও এর টিকা নিয়ে কাজ শুরু করে তার প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

সে সময় থেকে গেটসকে ঘিরে ডালপালা গজিয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্বের। এর অন্যতম হলো নজরদারির জন্য করোনা টিকার মাধ্যমে মানবদেহে মাইক্রোচিপ ঢুকিয়ে দেয়া।

করোনার টিকা নিয়ে এর জবাব দিলেন গেটস-কন্যা জেনিফার গেটস। মজার ছলে আক্ষেপের ঢংয়ে ২৪ বছরের তরুণী জানান, পারলে টিকার মাধ্যমে মেধাবী বাবার বুদ্ধির কিছু অংশ ধার নিতেন তিনি।

চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী জেনিফার গেল সপ্তাহে করোনা টিকার প্রথম ডোজ নেন। অনেকের মতো মুহূর্তটির ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

ছবির ক্যাপশনে টিকা নিতে পেরে কৃতজ্ঞতার কথা জানান জেনিফার। একই সঙ্গে বলেন, ‘দুঃখজনক হলো, এই টিকা আমার বুদ্ধিমান বাবার বুদ্ধির কিছু আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিলো না…যদি তার মতো বুদ্ধিমান হতে পারতাম!’

গেটস দম্পতির তিন সন্তানের প্রথম জন নিউইয়র্কের মাউন্ট সিনাইয়ে আইক্যান স্কুল অব মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী জেনিফার।

৬৫ বছরের বেশি বয়স হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে গত মাসে করোনার টিকার প্রথম ডোজ নেন বিল গেটসও। মেয়ের মতোই সে সময় তিনি সামাজিক মাধ্যমে মুহূর্তটির ছবি প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button