স্বাস্থ্য

টিকা নিরাপদ বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে: ফাইজার

যুক্তরাস্ট্রভিত্তিক ওষুধ প্রস্ততকার প্রতিষ্ঠান ফাইজার তাদের কোভিড-১৯ টিকার পর্যাপ্ত সুরক্ষা বা নিরাপত্তা তথ্য একত্র করেছে। তারা টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য দেশটির ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) থেকে আবেদন করার প্রস্তুতিও নিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন’র।

করোনাভাইরাসের টিকার অগ্রগতি বিষয়ে গত সপ্তাহে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার একটি ইতিবাচক ঘোষণা দেয়। তারা জানায়, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। তবে ওই সময়ে তারা জানায়, তারা এফডিএর কাছে অনুমোদন চাওয়ার আগে যথেষ্ট সুরক্ষা তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে।

বোরলা বলেছেন, আমি মনে করি, সুরক্ষা সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। আমাদের সুরক্ষা মাইলফলক ইতিমধ্যে অর্জন করা হয়েছে। আমরা এখন টিকা অনুমোদন চাওয়ার জন্য তা জমা দিতে প্রস্তুতি নিচ্ছি।

যুক্তরাষ্ট্রের আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না গত সোমবার তাদের করোনা টিকার তৃতীয় ধাপের প্রাথমিক ফল প্রকাশ করেছে। তাদের দাবি, টিকা পরীক্ষার প্রাথমিক ফলে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। চলতি মাসের শেষ দিকে আরও সুরক্ষা তথ্য পাওয়ার পর মডার্নার পক্ষ থেকে টিকাটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চাওয়া হবে।

মডার্না ও ফাইজার দুটি টিকা প্রস্তুতের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহার করেছে। দুইটি টিকার ক্ষেত্রেই পরীক্ষার তৃতীয় বা চূড়ান্ত ধাপে একই রকম সুরক্ষা ও কার্যকারিতার তথ্য পাওয়া গেছে। সে বিবেচনায় উভয় আবেদনই গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি আবারও বলেছেন, যুক্তরাস্ট্রের জনগন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে টিকা পেতে শুরু করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button