
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিলেন শাকিব খান। আজ সোমবার টিকা নেওয়ার খবর নিজেই জানান অভিনেতা। টিকা নেওয়ার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন ‘আলহামদুলিল্লাহ। কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছি।’ আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘সবাই নিরাপদে থাকুন।’জানা গেছে, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে আজ দুপুরে টিকা নেন শাকিব খান। ওই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।