
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা রপ্তানিতে কয়েক মাসের জন্য ভারত নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশে আলোচনার সৃষ্টি হয়েছে, যা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভারত সরকার টিকার বিষয়ে বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা নেবে বলে আশাবাদী তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছি। তারা জিনিসটা জানে না। আগে যে পেঁয়াজ বন্ধ হয়ে গেল, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না। আমরা যখন তাদের অ্যাপ্রোচ করলাম, তখন তারা বাংলাদেশের জন্য রিলিজ করে দিল। তবে আমাদের ধারণা, এ ব্যাপারে যেহেতু অনেক আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, তারা এটা এক্সপ্লোর করবে। আমার ধারণা, আমার বিশ্বাস যে তারা বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা করবে।’
টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, তাহলেও তাদের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণ সম্পর্ক, তাতে আমাদের টিকা পেতে কোনো সমস্যা হবে না বলে আশা করি।’
ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা কয়েক মাসের জন্য রপ্তানির অনুমতি দেবে না ভারত সরকার।
এর আগে জানা গেছে, একাধিক উন্নয়নশীল দেশের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১০০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট।