টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে প্রতিদিন গড়ে ১৮টি করে টুইট করতেন ডোনাল্ড ট্রাম্প। এভাবে গত ৪ বছরে ২৬ হাজার টুইট করেছেন তিনি। এসব টুইটের বেশিরভাগ জুড়ে ছিল ভুয়া তথ্য, কুৎসাসহ ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রমণাত্মক আচরণ।
এ সব টুইটের মাধ্যমে তিনি বিশ্ববাসী ও মিডিয়ার মনোযোগের শীর্ষে থাকার চেষ্টা করতেন।
৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিন ছিল। সেদিন টুইটারে ট্রাম্পের আহ্বানে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের বিক্ষুদ্ধ সমর্থকরা।
এ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘাতে নিহত হন ৪ মার্কিন নাগরিক। সেই বিক্ষুব্ধ সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন তিনি। এরই ফলশ্রুতিতে ৭ জানুয়ারি ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে রেখেছিল টুইটার কর্তৃপক্ষ।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, ট্রাম্প পুনরায় টুইটার নীতিমালা ভঙ্গ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে, যা তিনি অমান্য করেছেন। ফলে এবার স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট।
টুইটার কর্তৃপক্ষ বলছে, ‘ভবিষ্যতে সহিংসতা উষ্কে দেয়ার ঝুঁকি’ থাকায় এটা করা হয়েছে।