আগামী এক বছরের জন্য ১২ কোটি এক লাখ ২০ হাজার টাকা ইজারায় ঢাকার গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি কার্যালয়ে) মেয়র আতিকুল ইসলাম ইজারাদারদের কাছে ঢাকার প্রধান দুটি টার্মিনলের দায়িত্ব বুঝিয়ে দেন। এর মধ্যে গাবতলী বাস টার্মিনাল ইজারা হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকায়। ইজারা নিয়েছে রাফি ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চার কোটি ৬২ লাখ টাকায় মহাখালী বাস টার্মিনালের ইজারা পেয়েছে গাজী রাইয়ান এন্টারপ্রাইজ। এর মালিক স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
রাফি ট্রেডার্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত হোসেন ও রাইয়ান এন্টারপ্রাইজের পক্ষে মেজবাউল হোসেন মেয়রের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
মেয়র আতিক বলেন, এই দুটি টার্মিনাল থেকে অতীতে সেভাবে রাজস্ব আদায় করা যায়নি। দায়িত্ব নিয়ে দেখেছি, এখানে গলদ ছিল। নানা অজুহাতে তারা (আদায় সহকারী) সিটি করপোরেশনকে রাজস্ব দেয়নি।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারার সিদ্ধান্ত নেওয়ায় ডিএনসিসি কর্মকর্তাদের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, আমি তাদের (ডিএনসিসি কর্মকর্তা) বলেছি, কারো কথা শোনার দরকার নেই।
ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে টার্মিনাল দুটিতে বিশৃঙ্খল পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেন মেয়র। বলেন, ইজারাদারদের টার্মিনালে সুন্দর পরিবশে বজায় রাখার শর্ত দেয়া হয়েছে। এই শর্ত ভঙ্গ হলে ইজারা বাতিল হবে।