ক্রীড়া

টেস্ট দলে ফিরলেন তাসকিন, চমক হাসান মাহমুদ

ওয়ানডের পর এবার টেস্ট সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া পেসার হাসান মাহমুদ ডাক পেয়েছেন টেস্ট দলেও। আর সিরিজের প্রাথমিক দল থাকলেও মূল দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও পেসার খালেদ আহমেদ।

পাঁচজন পেসার ও চারজন স্পিনার নেয়া হয়েছে। সাকিব ছাড়া স্পিনার রয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।

চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

এর আগে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সফরকারী দলটিকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button