যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি শেষ বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন করোনাভাইরাস মোকাবেলায় মার্কিন প্রশাসনের ভূমিকা, বর্ণবাদ ও জলবায়ু পরিবর্তনসহ নানান বিষয়ে একে অপরকে ঘায়েল করার আপ্রাণ চেষ্টা করেছেন।
গতকাল টেনেসির ন্যাশভিলে অনুষ্ঠিত এ বিতর্কে দুই প্রার্থী নিজেদের কার্যক্রমের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগও এনেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। করোনাভাইরাস মহামারী নিয়ে আলোচনায় নির্বাচিত হলে আসন্ন দিনগুলোয় আরও লকডাউন দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি বাইডেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, অর্থনীতি সচলে বিধিনিষেধ তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।
ছেলে হান্টারের ব্যবসায়িক কার্যক্রমে বাইডেন লাভবান হয়েছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট প্রার্থী তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বীর কর রিটার্ন সংক্রান্ত অস্বচ্ছতার প্রসঙ্গ সামনে আনেন।
জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ‘দোদুল্যমান’ হিসেবে পরিচিত রাজ্যগুলোতে দুইজনের মধ্যে ব্যবধান সামান্য। শেষ পর্যন্ত এ রাজ্যগুলো কোন দিকে হেলবে, তার উপরই নির্ভর করবে আগামী ৪ বছর কে হোয়াইট হাউসের দখল পাচ্ছেন।