জাতীয়

ডিএনসিসিতে ৩ ইউটার্ন চালু

তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১ ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে কাজ সমাপ্ত হওয়ায় আরও তিন ইউটার্ন খুলে দেওয়া হয়েছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইউটার্ন তিনটি খুলে দেওয়া হয়েছে।

ইউটার্নগুলো হচ্ছে তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো/কোহিনুর কেমিক্যাল মোড় ও বনানী চেয়ারম্যান বাড়ি।

এ নিয়ে মোট চয় ইউটার্ন চালু করা হলো। এর আগে খুলে দেওয়া অন্য তিন ইউটার্ন হচ্ছে, কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র‍্যাব-১ কার্যালয়ের সামনে ও উত্তরা জসিম উদ্দিন মোড়।

অবশিষ্ট চার ইউটার্নের নির্মাণকাজ চলমান। এই চার ইউটার্ন হচ্ছে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচ, বনানী-কাকলী রেলস্টেশন ও বনানী ফ্লাইওভারের নিচ।

প্রকল্পের শুরুতে মোট ১১ ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন স্থানের ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ইউটার্নগুলো চালুর ফলে এ সড়কে যানজট আরও কমে যাবে। বাঁচবে যাতায়াতের সময়ও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button