প্রযুক্তি

ডেলের সিএক্সও অ্যাডভাইজরি বোর্ডে সোনিয়া বশির কবীর

সোনিয়া বশির কবীরকে এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান (এপিজে) সিএক্সও অ্যাডভাইজরি বোর্ডে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে টেক জায়ান্ট ডেল টেকনোলিজস। এশিয়ার ২২ জনকে এ বোর্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করা হয়।

সিএক্সও অ্যাডভাইজরি বোর্ড নানা খাতের অগ্রদূতদের নিয়ে গঠিত একটি প্লাটফর্ম, যা নতুন ব্যবসা, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে ডেলের নির্বাহীদের সঙ্গে যৌথভাবে কাজ করে।

সোনিয়া বশির কবীর দক্ষিণ এশিয়ার প্রথম নারী টেকভেঞ্চার ক্যাপিটালিস্ট। তিনি এসবিকে টেকভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের (অলাভজনক সংস্থা) প্রতিষ্ঠাতা।

ডেলের অ্যাডভাইজরি বোর্ডের পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন। বর্তমানে ইউনাইটেড ন্যাশনস টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইউনেস্কোর মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনঅ্যাবল ডেভেলপমেন্টের (এমজিআইইপি) পরিচালনা পর্ষদের সদস্য তিনি।

২০১৬ সালে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সম্মানজনক ফাউন্ডারস অ্যাওয়ার্ড লাভ করেন।

সোনিয়া বশির কবীর বর্তমানে ভিওন গ্রুপের মালিকানাধীন বাংলালিংক, ব্র্যাক ইউনিভার্সিটি, আইপিডিসি ও শক্তি ফাউন্ডেশনের বোর্ডে দায়িত্ব পালন করছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) টেকনোলজি অ্যাডভাইজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button