জাতীয়

ঢাকায় হলো সাইকেল লেন

কালো কুচকুচে পিচের ওপর সাদা, হলুদ ও নীল রঙের প্রলেপ পড়ছে। ঝকঝকে, তকতকে হয়ে উঠছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক। দিন দশেক ধরে চলছে এ কর্মযজ্ঞ। এখানে সাইকেল লেন হবে।

ঢাকার রাস্তায় সাইকেল লেন হচ্ছে, এমন খবরে সাইক্লিস্টদের খুশির অন্ত নেই। কয়েকদিন ধরে সাইক্লিং রিলেটেড ফেসবুক পেজগুলোর ফিড ভরে উঠছে নানা ছবি ও ভিডিওতে। অনেকে এতে খুশি। কারও মন খারাপ। কারণ, সাইকেলের লেন হিসেবে সড়কের সর্ব বাঁয়ের যে অংশটি বেছে নেওয়া হয়েছে, সেটি ফুচকা, চটপটি ও চা বিক্রেতাদের দখলে। আর মোটরসাইকেল ও গাড়ির পার্কিং তো আছেই।

বিকেলে লোকজন বেড়াতে আসেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এ পাশে। অনেকে আসেন বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে। এ কারণে রাত ১১টা–১২টা পর্যন্ত ফুটপাত ঘেঁষে রাস্তার ওপর মোটরসাইকেল ও মোটরগাড়ি দাঁড় করানো থাকে। এখন সেখানে হলো সাইকেল লেন। এ লেন ব্যবহার আদৌ কতটা করা যাবে, সে নিয়ে প্রশ্ন তুলেছেন সাইক্লিস্টরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এ সাইকেল লেনের উদ্যোক্তা। উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল–৫) ফারুক হাসান মো. আল মাসুদ বলেন, মানুষকে স্বাস্থ্যসচেতন করতেই তাঁদের এ উদ্যোগ। দু–তিন দিনের মধ্যে লেন তৈরির কাজ শেষ হবে। তখন সচেতনতামূলক কিছু সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button