আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট চলছে

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যকরী পরিষদের দু’দিনব্যাপী নির্বাচনে চলছে প্রথম দিনের ভোটগ্রহণ। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচন করছেন। মোট প্রার্থী ৪৮ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটার।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজুর রহমান মন্টু। বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মোসলেহ উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওসার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপি, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম ইমরুল কায়েস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
জাকির হোসেন, বাহারুল ইসলাম বাহার, এ বি এম ফয়সাল, সারোয়ার, মহিন উদ্দিন মহিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, জুয়েল চন্দ্র মোদক, গোলাম ইমাম হোসেন, আহসান হাবিব, সুলতানা রাজিয়া রুমা, সাজিয়া সুলতানা পম্পি ও সুলতা রোজারিও।

নীল প্যানেলের সম্পাদকীয় পদের প্রার্থীরা
সিনিয়র সহ-সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে আনিসুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, দপ্তর সম্পাদক নারগিস পারভিন এলিজা, ক্রীড়া সম্পাদক পদে নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদের প্রার্থীরা
এম আর কে রাসেল, হোসনী মোবারক, সোহাগ হাসান রনি, তাসলিমা আক্তার, ইয়াকুব আলী, রিয়াজুল ইসলাম, রাশেদ তপন, আনোয়ার পারভেজ শামীম ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

দুই প্যানেলের বাইরে ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানাও রয়েছেন নির্বাচনের প্রার্থী তালিকায়।

সবশেষ ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবীরা জয়ী হ‌ন। তবে নির্বাচনে ২৩‌টি পদের মধ্যে ৮ সম্পাদকীয় পদসহ ১৩ পদে জয়ী হন আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেল প্রার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button