আইন-আদালত

ঢাকা বার নির্বাচন: সভাপতি আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বিএনপির

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৩ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ ১৫টিতে জয়ী হয়েছে। আর সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।

শনিবার ভোররাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন চার হাজার ৪৭৩ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি সমর্থিত মোসলেহ উদ্দিন জসিম পান তিন হাজার ৯৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী বিএনপি সমর্থিত খোন্দকার হযরত আলী পান চার হাজার ২৬১ ভোট। তার চেয়ে ১৮৮ ভোট কম পেয়ে হেরেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজুর রহমান মন্টু। তিনি পান চার হাজার ৭৩ ভোট।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য বিজয়ীরা হলেন এ কে এম সালাহউদ্দিন (সিনিয়র সহ-সাধারণ সম্পাদক), এস এম মনিরুজ্জামান (সহ-সাধারণ সম্পাদক), এ কে এম আরিফুল ইসলাম (কোষাধ্যক্ষ), শারমিন সুলতানা (লাইব্রেরি সম্পাদক), শায়লা পারভীন (সাংস্কৃতিক সম্পাদক), জাকির হোসাইন (অফিস সম্পাদক), মো. রফিকুল ইসলাম (ক্রীড়া সম্পাদক) ও এ এস ইমরুল কায়েস (সমাজকল্যাণ সম্পাদক) ।

প্যানেলে নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম, মো. মহিন উদ্দিন, জুয়েল চন্দ্র মোদক, সুলতানা রাজিয়া ও মো. আহসান হাবিব।

বিএনপি সমর্থিত নীল প্যানেলে সাধারণ সম্পাদকের বাইরে সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন ও সহসভাপতি পদে মো. আনিসুর রহমান নির্বাচিত হন। একই প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন বাবুল আক্তার, এম আর কে রাসেল, হোসনী মোবারক, সোহাগ হাসান ও তাসলিমা আক্তার।

বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট দেন আট হাজার ৭০৬ জন। ভোটার ছিলেন ১৭ হাজার ৭৫৬ জন। শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গণনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button