তানজিন তিশা ও জোভান এক ফ্ল্যাটে শেয়ার করে থাকেন। দু’জনের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগে থাকে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি না। একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টায় থাকে।
জোভান বলে তার মেয়ে বন্ধু তার সঙ্গে থাকবে।
তিশা বলে সেও তার ছেলে বন্ধুকে নিয়ে আসবে। এ নিয়ে রীতিমত ঝগড়া চলে দু’জনের।
জোভানকে দেখানোর জন্য এক কাজিনকে বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়েও আসে। তার সঙ্গে প্রেমের অভিনয় করে। কিছুদিনের মধ্যে তারা বিয়ে করবে বলেও জানায়। এসব দেখে হিংসায় জ্বলে জোভান।
শোধ নেয়ার জন্য জোভানও একজনকে গার্লফ্রেন্ড সাজিয়ে আনে। এক পর্যায়ে তারা ফ্ল্যাট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। চলে যাওয়ার সময় দু’জনেই অনুভব করে আসলে তারা একজন আরেকজনকে ভালোবাসে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্ল্যাটমেট ২’।
নাটকটি পরিচালনা করেছেন নাভিল আহমেদ অভি। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।