সমকালীন ভাষ্য

তুহিনের পাশে মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি

দেশের জনপ্রিয় কয়েক ব্যান্ড দলের উদ্যোগে “মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি” যাত্রা করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোই এ মানবিক সংগঠনের মূল উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির নিবেদিত প্রাণ “হার্টস রিলেশন (HRB)” ব্যান্ডের কো-অর্ডিনেটর শাহাদাত পারভেজ তুহিনের জন্য “মিউজিশিয়ানস ফর লাইফ” কনসার্ট করছে মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি।

চার মাস আগে তুহিনের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। দেড় মাস ধরে রক্তশূণ্যতায় ভুগছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য ইমিউনোগ্লোব্যুলিন দরকার, যার প্রতি ডোজের দাম ২ লাখ টাকা। প্রথমে তাকে ৫ ডোজ দিতে হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী আরো ৫ ডোজ লাগতে পারে। এতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

এ অর্থ সংগ্রহের জন্য তাঁর পাশে দাঁড়িয়েছে কয়েকটি ব্যান্ড দল। তারা স্বেচ্ছায় তুহিনের জন্য এ চ্যারিটেবল কনসার্টের আয়োজন করেছে। কনসার্ট থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ তুহিনের চিকিৎসায় ব্যয় হবে।

কনসার্টের লাইন-আপে রয়েছে সুপার সারপ্রাইজিং অ্যাক্ট, ব্ল্যাক, আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, মেকানিক্স ও ট্রেইনরেক।

মিউজিশিয়ানস ফর হিউম্যানিটি-র অন্যতম আহবায়ক ও মেকানিকস ব্যান্ডের ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, আমাদের দেশের মিউজিশিয়ানদের যে কোন সংকটকালে তাদের পাশে দাঁড়ানো ‘মিউজিশিয়ানস ফর লাইফ’-র মূল উদ্দেশ্য। দর্শক-শ্রোতারা আমাদের অনুপ্রেরণা, তারা এই সময়ে আরো উৎসাহী হয়ে আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের এই চেষ্টা আরো এক ধাপ এগিয়ে যাবে। মানবিক ও সামাজিকভাবে আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি, তবেই মানুষ মানুষের জন্য – কথাটার যথার্থতা পাবে। পাশাপাশি আমাদের এই উদ্যোগও সফল হবে।

অনলাইনে কনসার্টের প্রি-বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৩০৮৭২৪২৪ নম্বরে। কনসার্টের আপডেট পেতে ভিজিট করুন www.facebook.com/events/434055697786544।

কনসার্টের টিকেটের দাম ৩৫০টাকা।

টিকিট পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন-
ঢাকা জোন
ফার্মগেট- ০১৯৪১-২৭১১৩৮/০১৬৭০-২৩৮৬৪৭
উত্তরা- ০১৭১৭-৩৬৭১৩১
ধানমন্ডি- ০১৯০৫-৫০৭৩৩২
বসুন্ধরা- ০১৭০০-৭৬৮০৬৫
শান্তিনগর- ০১৭৮২-৫২৪৪৩৯

চিটাগাং জোন
চকবাজার- ০১৪০১-০৩৬৪২৮
নাসিরাবাদ ২ নং গেট

ব্যাংক অ্যাকাউন্ট
A/c Name : Shadat Pervez
A/c No : 13310160150
Dutch Bangla Bank
Muradpur Branch, Chittagong

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button