
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তেজাস সিনেমার দল নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছেন। সিনেমার জন্য মন্ত্রীর ‘আশীর্বাদ’ চেয়েছেন কঙ্গনা।
তেজাস সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর এক জন পাইলট চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।
গতকাল রোববার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের ছবি টুইট করে কঙ্গনা লিখেছেন- ‘আজ তেজাসের দলটি প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার আশীর্বাদের জন্য সাক্ষাত করেছে। তেজাসের চিত্রনাট্যটি ইন্ডিয়ান এয়ার ফোর্স মিডিয়া কো-অর্ডিশন সেন্টার সঙ্গেও ভাগ করে নিয়েছি। আর কিছুটা অনুমতি চেয়েছি, জয় হিন্দ।’
তেজাস সিনেমাটা পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা। প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা।
সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে এর আগে কঙ্গনা বলেছিলেন ‘আমি সবসময় এক জন সৈনিকের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। শৈশব থেকেই সশস্ত্র বাহিনীর প্রতি মুগ্ধ ছিলাম। আমি আমাদের জওয়ানদের প্রতি আমার আবেগ কখনই আটকে রাখতে পারিনি। তাদের বীরত্ব সম্পর্কে আমি কতটা দৃঢ় অনুভব করি সে সম্পর্কে প্রকাশ্যে কথা বলি। তারা আমাদের দেশকে এবং আমাদের জনগণকে সুরক্ষিত রাখে। সুতরাং, আমি এই ছবিটি করতে পেরে খুব আনন্দিত।’