চ্যাম্পিয়ন্স লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া পিএসজি লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রেখেছে। দাপুটে পারফরম্যান্সে রেনকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।
আনহেল দি মারিয়ার জোড়া গোলে নিজেদের মাঠে শনিবার ৩-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। মোইজে কিনের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পিএসজি।
চোটের কারণে নেইমার ও কিলিয়ান এমবাপেকে এই ম্যাচেও পায়নি গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ২-১ গোলে হারা পিএসজি। দুই তারকা ফরোয়ার্ডের অভাব অবশ্য সেভাবে অনুভব করতে দেননি কিন, দি মারিয়ারা।
একাদশ মিনিটে গোলের উদ্দেশে ম্যাচের প্রথম শটেই দলকে এগিয়ে নেন কিন। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট দি মারিয়ার পায়ে লাগার পর বল পেয়ে যান তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড। ডি-বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ায়। চতুর্দশ মিনিটে গোল পেতে পারতেন দি মারিয়া। সতীর্থের ক্রস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের নেওয়া বাঁকানো শট পোস্টে লেগে ফেরে।
ছয় মিনিট পরই জালের দেখা পেয়ে যান দি মারিয়া। আন্দের এররেরার থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে দারুণ চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
৭৩তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে দি মারিয়ার জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। আসরের প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা আট ম্যাচ জিতল পিএসজি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিল।
দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রেন ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে।