স্বাস্থ্য

দুর্দান্ত চিত্তাকর্ষক: মডার্নার টিকা নিয়ে ফাউসির উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি মডার্নার তৈরি করোনার টিকার প্রাথমিক ফলকে দুর্দান্ত চিত্তাকর্ষক বলে মন্তব্য করেছেন। খবর এএফপি’র।

টিকাটি তৈরি করা হয়েছে নতুন এমআরএনএ প্রযুক্তিতে। আগে কখনো এ প্রযুক্তিতে তৈরি টিকা অনুমোদন পায়নি বলে অনেকের মনে এ নিয়ে সংশয় ছিল। । এ কারণে ফাউসি এ ফলকে পরীক্ষামূলক এমআরএনএ প্রযুক্তির বৈধতা হিসেবে অভিহিত করেছেন।

ফাউসি বলেছেন, ‘আমি বলেছিলাম, ৭০ শতাংশ বা সর্বাধিক ৭৫ শতাংশ কার্যকারিতা নিয়েই আমি সন্তুষ্ট। কিন্তু আমাদের এখন আমাদের ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর টিকা রয়েছে। এটি দুর্দান্ত রকমের আশাব্যঞ্জক। এটি সত্যিই আকর্ষণীয় ফলাফল। আমার মনে হয় না, কেউই এতটা ভালো ফল প্রত্যাশা করেছিলেন।’

চীনা কর্তৃপক্ষ করোনাভাইরাসের জিন নকশা উন্মুক্ত করার পর থেকে গত জানুয়ারিতে যুক্তরাস্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জিস অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস টিকা তৈরিতে সহযোগী হিসেবে কাজ শুরু করে। তখন থেকে ফাউসি এ প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন।

ফাউসি বলেছেন, নতুন এ পদ্ধতি ব্যবহারের বিষয়ে তাঁদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তিনি আরও বলেন, তথ্য নিজেই কথা বলছে। আমি বা আমার কোনো মত এখানে নেই। তথ্যের দিকেই তাকিয়ে দেখুন।

গতকাল সোমবার মডার্না ও এনআইএইচ ঘোষণা দিয়েছে, ৩০ হাজার মানুষের ওপর তাদের চালানো টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফলে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। মডার্নার ক্ষেত্রে টিকার ট্রায়ালে ৯৫ জন অংশ নিয়েছিলেন।

গলে সপ্তাহে টিকা নিয়ে সুখবর দিয়েছিল, ফাইজার। তাদের টিকাটির প্রাথমিক ফল ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে।

টিকা তৈরিতে মডার্না আলোচনায় থাকলেও ফাউসি এ ক্ষেত্রে এনআইএইচের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button