বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শিষ্যদের পারফরম্যান্স সামনে থেকে দেখতে গত ২৫ নভেম্বর বাংলাদেশে আসা ডমিঙ্গো শুক্রবার দেশে ফিরে গেছেন। জানুয়ারির শুরুতে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগ দিয়ে ঢাকা ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছেন বিসিবিরি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। জাতীয় দলে দায়িত্ব না থাকায় দীর্ঘদিনের ছুটি পেয়েছিলেন ডমিঙ্গো। দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সফরের জন্য দলীয় অনুশীলন শুরু করতে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে ফেরেন তিনি।
সফরটি না হওয়ায় ২৩ অক্টোবর দেশে ফিরে যান প্রোটিয়া কোচ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য আবারও ঢাকা আসতে হয় তাকে। ১৭ দিন থেকে আবার ফিরে গেলেন তিনি।
জানুয়ারিতে ডমিঙ্গোর কাজে যোগ দেওয়ার ব্যাপারে আকরাম খান বলেন, ‘জানুয়ারিতে ডমিঙ্গো আবার কাজে ফিরবেন। সে সময় বাকি কোচিং স্টাফরাও আসার কথা রয়েছে।’ আকরাম খান বাকি কোচিং স্টাফদের ফেরার কথা বললেও সে সময় ফিরবেন না স্পিন পরামর্শক ডেনিয়েল ভেটোরি। তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন আগামী মার্চে নিউজিল্যান্ড সফরের সময়।