চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন সংগঠনটি রান্না করা খাবার ইফতার উপহার দিয়েছে।
এদিন মাগরিবের আজানের আগে রাজধানীর খিলগাঁওয়ে ১৩০ পরিবারের কাছে এ উপহার পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ‘লাভ শেয়ার বিডি’র ভলান্টিয়াররা এ কাজে অংশ নেন।
এ দিনের ইফতার উপহারের সব ব্যয় বহন করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি প্রবাসী তৌফিকুল ইসলাম।
বিশ্ব ও দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে লকডাউন, আরেক দিকে মানুষের রুজি রোজগার প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে ‘লাভ শেয়ার বিডি’ রমজানের প্রতিদিন মানুষের মাঝে রান্না করা ইফতার উপহার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। গত সন্ধ্যায় মাগরিবের আজানের আগেই এর নিজস্ব ভলান্টিয়াররা শাহজাহানপুরের ১০০ পরিবারের মাঝে রান্না করা ইফতার উপহার পৌঁছে দেয়।
চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র শ্লোগান ‘নিজেকে দিয়ে শুরু’। সংগঠনটি মনে করে, দাতা ও দান গ্রহীতা বলে কিছু নেই। মানুষ শুধু পারে ভালোবাসা বিনিময় করতে। উপহার ও মানুষের পাশে দাঁড়ানো এই ভালোবাসা বিনিময়ের উদাহরণমাত্র। দু:সময় মানুষের জীবনে থাকে। সক্রিয়তা ও একটু বাড়িয়ে দেয়া হাতে জীবনে বদলে যায় পরিস্থিতি। ‘লাভ শেয়ার বিডি’ সে কাজটিই করতে চায় নিজস্ব আঙ্গিকে। বড় দাতাগোষ্ঠি বা রাষ্ট্র কারও ওপর নির্ভর না করে সংগঠনটি মনে করে নিজেদের কিছু উদ্যোগে দেশ বদলে যেতে পারে।
চ্যারিটি সংগঠনটি মনে করে যার হাতে ভালোবাসা পৌঁছাচ্ছে এটি তার প্রাপ্য। বরং আরও আগে কেন মানবতার ডাকে সাড়া দেয়া যায়নি এ দায় লাভ শেয়ার বিডির। সংগঠনের কোনো প্রচারে গ্রহীতা বা দাতা কারও ছবি কখনও প্রকাশে বিশ্বাসী নয়। এভাবেই সামনের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে সুসময়ের জন্য লড়ে যেতে চায় ‘লাভ শেয়ার বিডি’।