জাতীয়

ধর্ষণের প্রতিবাদে আনোয়ারায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আলোক প্রজ্জ্বলন

বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আলোক প্রজ্জ্বলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯ অক্টোবর) সন্ধ্যায় পিএবি সড়কে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীপু দত্ত, ইলিয়াস আজাদ রুবেল, শাবলু মিত্র রমিজ উদ্দিন চৌধুরী রাজু ইউসুফ বিন মুনির, মাং কায়ছার, সেলিম রিয়াদ, ফারুক ইসলাম, শোয়াইব আহমেদ, পার্থ সিংহ, জিয়াউল হাসান, দিবস দে, অন্তু দত্ত, পলাশ দত্তসহ ইউনিয়ন শাখার মো আখতার, ওমর ফারুক, শরীফ সিদ্দিকী, হােসাইন মােস্তাফিজ টুটুল, মােহাং খলিল প্রমুখ।

(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দীপু দত্ত বলেন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন খুবই দুঃখজনক। ধর্ষকের কোন দল নেই। সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

যখন নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন এগিয়ে চলছে তখন কেন কন্যা শিশু ও নারী জাতির উপর এমন পাশবিক নির্যাতন চলবে? ধর্ষণ অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, আইন সংশোধনের সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তের প্রতি আমরা আশাবাদী। অতি দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button