প্রযুক্তি

নতুন চার আইফোন আনবে অ্যাপল

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অ্যাপলপ্রেমীরা দীর্ঘদিন ধরে নতুন আইফোনের অপেক্ষায় ছিলেন। গতকাল তাই অ্যাপলের আইফোন অনুষ্ঠান ঘোষণার দিকে চোখ ছিল সবার। চারটি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিল অ্যাপল।

এ বছর বাজারে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি। এর মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি মডেল দুটি সাশ্রয়ী দামে পাওয়া যাবে। চারটি মডেলের আইফোনেই ৫জি নেটওয়র্ক সমর্থন করবে।

আইফোন ১২ প্রো মডেলে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১২ প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহৃত হবে এ১৪ বায়োনিক প্রসেসর। ফোন দুটির পেছনে তিন ক্যামেরার সেটআপ থাকবে। এর মধ্যে ১২ প্রোতে পেছনে লিডার স্ক্যানার থাকবে যাতে কোনো বস্তু বা ঘর স্ক্যান করা যাবে, এআর ফিচার ব্যবহার করা যাবে। এর বাইরে লিডার স্ক্যানারে কম আলোতে অটো ফোকাস ও ক্যাপচার টাইম আরও উন্নত হবে। ফোন দুটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ক্যামেরাকে বাড়তি গুরুত্ব দিয়েছে অ্যাপল।

আইফোন ১২ মডেলটিতে ৬ দশমিক এক ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে থাকবে। সাদা, কালো, লাল ও নীল রঙে পাওয়া যাবে। এতে এ১৪ বায়োনিক প্রসেসর ব্যবহৃত হচ্ছে। এতে যে ছয় কোরের সিপিইউ ব্যবহৃত হচ্ছে তা অন্য স্মার্টফোনের চেয়ে ৫০ শতাংশ দ্রুতগতির। এতে নতুন চার কোর জিপিইউ থাকছে যা অন্য ফোনের চেয়ে ৫০ শতাংশ দ্রুতগতির।

আইফোন ১২ মডেলে আরও টেকসই সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। সব মডেলের আইফোনেই আইওএস ১৪ সফটওয়্যার থাকছে। এর আগে আইপ্যাড এয়ারে ব্যবহৃত এ১৪ বায়োনিক চিপসেট এবারে আইফোনে ব্যবহৃত হচ্ছে। আইফোন ১২ মডেলে দুটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকছে, যা কম আলোয় ভালো ছবি তুলতে পারবে। আইফোনে নতুন ম্যাগসেফ তারহীন চার্জিং স্ট্যান্ডার্ড চালু করেছে অ্যাপল। এতে ১৫ ওয়াটের ওপরে ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে।

আইফোন ১২ মিনি হচ্ছে অ্যাপলের সবচেয়ে ছোট আইফোন। এতে আকার বাদে আইফোন ১২এর মতো সব ফিচার রয়েছে। মডেলটিতে থাকছে ৫ দশমিক ৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এটি ৪.৭ ইঞ্চি মাপের আইফোন ৭ এর চেয়েও পাতলা ও হালকা হবে। অ্যাপলের এবারের নতুন আইফোনের ক্যামেরায় ডিপ ফিউশন মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button