অর্থনীতি

নতুন বছরকে স্বাগত জানিয়ে মিনিস্টারের সভা

নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশীয় ইলেক্ট্রনিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ গতকাল ২ জানুয়ারি সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে।

সভাটি মিনিস্টারের প্রধান কার্যালয় গুলশানে অনুষ্ঠিত হয়েছে।

নতুন বছরকে স্বাগত জানিয়ে সামনে রেখে ও গত বছরের সমাপ্তি উপলক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবির, সব ডিপার্টমেন্টের হেড, ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানসহ সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীরা।

গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “সবাই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গত বছরটি পার করেছি। তারপরেও আমরা মানুষের পাশে থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আশা করি, নতুন বছরকে কেন্দ্র করে আমরা সবার কল্যানে আরো বেশি কাজ করতে সক্ষম হব।”

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগানকে ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।

জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button