
নারী নির্যাতন রোধে তাৎক্ষণিক সাড়া (কুইক রেসপন্স) দিতে নতুন হটলাইন চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নম্বরটি হলো ০১৩২০-০৪২০৫৫।
এখন থেকে ঢাকা মহানগর এলাকায় অনিরাপদ মনে করা যে কোনো নারী এ নম্বরে কল করতে পারবেন। ডিএমপির রেসপন্স টিম তাৎক্ষণিক তাদের সাহায্য করবে।
নারী নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ২০১২ সালের ১৯ জুন একটি হটলাইন চালু করা হয়েছিল। ১০৯২১ নম্বরটি টোল ফ্রি। ২০১৭ সালের ১ মার্চ নম্বরটি পরিবর্তন করে ১০৯ করা হয়।
আজ তেজগাঁও থানা কমপ্লেক্সে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে এ হটলাইন নম্বর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘এখন আমার মেয়ে, বোন বা কোনো গার্মেন্টস কর্মী যেকোনো সময় যদি নিজেকে অনিরাপদ মনে করেন, তবে তিনি এই নাম্বারে ফোন দিয়ে আমাদের জানাবেন। কোনো নারী বা আমার সন্তান রাস্তাঘাটে চলার সময় অনিরাপদ বোধ করলে তার কথা শোনার জন্য আমাদের এই প্রচেষ্টা।’