আন্তর্জাতিক

নারী পেল বিশপ পরিষদ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশপ পরিষদে সহকারী সচিব পদে প্রথমবারের মতো নারী নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। বর্তমান পরিষদের সঙ্গে ২০১৯ সাল থেকে পরামর্শক হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী বেকার্ট।

বিশপ সিনড তথা পরিষদে নিয়োগ পাওয়া ফ্রান্সের ওই সিস্টারের নাম নাথালিয়ে বেকার্ট। এর মধ্য দিয়ে রোমান ক্যাথলিক পোপকে পরামর্শ ও চার্চের বিতর্কিত কিছু বিষয়ে মতামত দেয়ার অধিকার পাবেন বেকার্ট। বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের মহাসচিব কার্ডিনাল মারিও গ্রেচ। এ নিয়োগে ‘একটি দরজা উন্মুক্ত হয়েছে’ বলে উল্লেখ করেছেন তিনি।

গ্রেচ জানালেন, এর ফলে চার্চে বুদ্ধিবৃত্তিক ও সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলোয় নারীদের অংশ বাড়াতে পোপের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটল।

জানা গেছে, বিশপদের পরিষদের বেকার্ট কোনো নারী পাদ্রির উত্তরসূরি হয়ে আসেননি। সরাসরি নিয়োগ পেয়েছেন। অবশ্য বিরোধী কয়েকজনের কারণে এ বিষয়ে আরো পদক্ষেপ নেয়া হতে পারে।

বেকার্টের পাশাপাশি পরিষদে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছেন স্পেনের যাজক লুইস ম্যারিন দে সান মার্তিন।

সাম্প্রতিক বছরগুলোয় ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে বিবাহ ও বিবাহবিচ্ছেদসহ অনেক বিতর্কিত বিষয়ে আলোচনা করতে দেখা গেছে সিনড অব বিশপসকে।

বর্তমান পোপ ফ্রান্সিস চার্চের কার্যক্রমে নারীদের অংশ বাড়াতে কিছু যুগান্তাকারী পদক্ষেপ নিয়েছেন। গত মাসের শুরুতে চার্চ ও ধর্মীয় আচার পরিচালনায় নারীদের অনুমতি দিয়ে আইন পরিবর্তন করেন তিনি।

২০২০ সালে ভ্যাটিকানের আর্থিক তদারকি বিষয়ক কাউন্সিলে ছয় নারীকে নিয়োগ দেন পোপ ফ্রান্সিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button