তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চ পৌঁছায় টাইগার বাহিনী।
এয়ারপোর্ট থেকে টিম হোটেলে যাওয়ার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো স্কোয়াড। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন তামিম-মুশফিক-মুমিনুলরা।
নিউজিল্যান্ড সফরে দুই ফরম্যাটের জন্য ২০ জন ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। সঙ্গে রয়েছেন ১৫ জনের সাপোর্টিং স্টাফ।
মহামারিতে বাড়তি সতর্কতা হিসেবে বিসিবির দুই চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও হুমায়ূন মোর্শেদও গেছেন দলের সঙ্গে।
সাকিব আল হাসান নেই সিরিজে। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সফর থেকে পিতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে।
এরপর ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে, ৩০ মার্চ ও ১ এপ্রিল।