নিউজিল্যান্ড সফরে যেয়ে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাংলাদেশ স্কোয়াডকে। কড়া নিয়মকানুনের মধ্যে সময় কাটাতে হচ্ছে হোটেল রুমে। এমন অবস্থা বেশ ‘বোরিং’ জানালেন অলরাউন্ডার মেহেদি মিরাজ।
তিনদিনের কোয়ারেন্টিন শেষে আধঘণ্টার জন্য হাঁটতে বের হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বের হয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশে বিসিবির এক ভিডিও বার্তায় মিরাজ জানান মাঠে ফেরার অপেক্ষায় আছে পুরো স্কোয়াড।
‘প্রথম তিনদিন সময় কাটছিল না। কারও সঙ্গে দেখাও হয়নি। ফোনে কথা হয়েছে। শুরুতে বোরিং লাগছিল। তবে পাঁচদিন যেহেতু কেটে গেছে আশা করি সামনের তিনদিনও কেটে যাবে।’
প্রথম দুইদিন ‘হোটেলবন্দি’ থাকার পর শনি ও রোববার আধঘণ্টা হোটেলের সামনেই নিরাপদ দূরত্ব বজায় রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন সবাই। স্বল্প সময়ের জন্য হলেও সবাই মুখিয়ে ছিলেন বাইরে বের হতে এমনটা জানান মিরাজ।
‘তিনদিন পর গতকাল যখন আধঘণ্টার জন্য বের হয়ে মাথা কিছু ঘুরছিল। ১০-১৫ মিনিট পর ঠিক হয়ে যায়। তিনদিন ঘরের ভেতর বন্দি ছিলাম। মনে হচ্ছিল জেলখানায় আছি। হতাশ লাগছিল। বাইরে এসে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পর ভালো লাগছে।’
বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের শরীরচর্চার কিছু উপকরণ দিয়ে দেয়া হয়েছে। সেগুলো ব্যবহার করলেও পূর্ণাঙ্গ ফিটনেস ট্রেনিংয়ের আক্ষেপটা থেকে যাচ্ছে টাইগারদের।
‘এখন পুরো ওয়ার্ক আউট করতে পারলে ভাল হতো। আশা করি তিন-চারদিন পর যখন সেই সুযোগ পাব তখন ফিটনেস নিয়ে কাজ করলে ভালো হবে।’
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে। তার আগে ৪ মার্চ থেকে কুইন্সটাউনে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল।