
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। আজ শুক্রবার সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ১৮ সদস্যের মধ্যে নিউজিল্যান্ড সফরের দলে নেই দুই জন- সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর আগে ২০২০ সালের জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও খেলা হয়নি তার।
স্কোয়াডে ফিরেছেন ওপেনার নাইম শেখ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেইসার আল-আমিন হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২৪ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন এ চার জন। কিন্তু মূল স্কোয়াডে জায়গা হয়নি তাদের।
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন সাকিব।
ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ ডানেডিনে। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ২৩ ও ২৬ মার্চ বাকি দুই ওয়ানডের পর হ্যামিল্টনে ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বাকি দুই টি-টোয়েন্টি হবে নেপিয়ার ও অকল্যান্ডে, ৩০ মার্চ ও ১ এপ্রিলে।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাইম শেখ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।