ভোটে জয়ের একদিন পর নগরীকে পরিচ্ছন্ন রাখতে পোস্টার অপসারণে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
আজ শুক্রবার নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও থানা ও সংলগ্ন খাজা রোড এলাকায় নির্বাচনী পোস্টার অপসারণ করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বহদ্দারহাটের বহদ্দার বাড়ির বাসিন্দা রেজাউল নিজের পোস্টার নামিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
নেতাকর্মীরা নতুন মেয়রকে অভিনন্দন জানাতে এলে তাদের নিয়ে তিনি পোস্টার অপসারণের কাজে লেগে যান।
এ সময় রেজাউল বলেন, “পোস্টারের মাধ্যমে মানুষের ভোট ও দোয়া প্রার্থনা করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রচারণার স্বার্থে আমরাই এ পোস্টারগুলো লাগিয়েছি। এখন নগরীর সৌন্দর্য ও নগরীর মানুষের স্বার্থেই আমাদের উচিত নিজেদের উদ্যোগে নেতাকর্মী-সমর্থকদের নিয়ে এ পোস্টারগুলো নামিয়ে ফেলা। নাগরিক দায়িত্ববোধ থেকে আমি এ কাজ করেছি। আমার শহর আমার অহংকার। এ ভাবনা মাথায় রেখে নগরীর সকল নাগরিকের উচিত নিজের শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ভূমিকা রাখা।”
পোস্টার ছিঁড়ে যত্রতত্র না ফেলার জন্যও অনুরোধ জানান রেজাউল। বলেন, “দুই দিনের মধ্যে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। পোস্টারের কারণে যানবাহন চলাচলে সৃষ্ট বাধা অপসারণ করতে হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ উদ্যোগ নিয়ে নামিয়ে ফেলা নির্বাচনী পোস্টার ও ব্যানার যথাযথ স্থানে অপসারণে বিশেষ উদ্যোগী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।