
ভোলার বোরহানউদ্দিনে আইরিন আক্তার নামে একজন এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পৌর এলাকায় ‘পদক্ষেপ’ নামের এনজিও কার্যালয়ের দ্বিতীয় তলায় আইরিনের থাকার কক্ষ থেকে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ বছর বয়সী আইরিন বরিশালের আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি এনজিওটির বোরহানউদ্দিন শাখার কমিউনিটি ম্যানেজার ছিলেন।
পদক্ষেপের এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, আইরিন রোববার রাতে অফিসের কাজ শেষে দ্বিতীয় তলায় তার থাকার কক্ষে ঘুমাতে যান। সকালে তিনি ওই ভবনের নিচ তলার অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকতে যান। কিন্তু তাতে সাড়া না দেয়ায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে আইরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আইরিন দক্ষ কর্মী ছিলেন। তিনি ২০১৮ সালে পদক্ষেপের মাঠকর্মী হিসেবে যোগ দেন। প্রথম থেকেই তিনি বোরহানউদ্দিন উপজেলায় কাজ করছিলেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বশির আলম জানান, মরদেহ থানা থেকে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।