জাতীয়

নীলক্ষেত ও সায়েন্সল্যাব অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার ও হল খুলে দেয়ার দাবিতে নীলক্ষেতের পর সায়েন্সল্যাব অবরোধ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। এর আগে সকাল ৯টা থেকে নীলক্ষেত অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারা। শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার সময় বা তারিখ প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সাত কলেজের আন্দোলনের প্রেক্ষাপটে এ বিষয়ে জরুরি সভার উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার দুপুর ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিদাওয়ার বিষয়ে সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল সভাটি হবে।

এতে থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা।

পরীক্ষা চালু রাখা বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসার আগে আন্দোলন থামাতে নারাজ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনও ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে?

তারা আরও বলেন, আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান। কিন্তু গতকাল হুট করে সব বন্ধ করে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলন নয় সরকারের সিদ্ধান্ত জানতে হবে নীলক্ষেত এসে।

জানা গেছে, এসব কলেজের অনেক বর্ষের শিক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষা দিচ্ছেন ২০২১ সালে। সর্বশেষ পরীক্ষাটা আজ (বুধবার) হওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর নেয়া হয়নি৷ তাই তারা লিখিত ও সুনির্দিষ্ট রুটিন ছাড়া এখান থেকে যাবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button