
পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হয়েছে ৪৮শ’ মিটার বা প্রায় ৫ কিলোমিটার। সব প্রতিকূলতা কাটিয়ে আজ সকাল সাড়ে নয়টায় স্প্যানটি ৪ ও ৫ নং খুঁটির ওপর বসানো হয়। এর আগে সকাল নয়টার দিকে স্প্যানটি খুঁটির বরাবর নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ চার মাস পর এ স্প্যান বসানোয় দেশের বৃহৎ মেঘা প্রকল্পটি আরেক ধাপ এগিয়ে গেল।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গতকাল দিনভর চেষ্টা করেও প্রবল স্রোতের কারণে এটি বসানো যায়নি। এর আগে ১০ জুন ৩১ নম্বর স্প্যানটি বসানো হয়েছিল।
আজ সকাল ৭টা থেকেই স্প্যানটি স্থাপনের কাজ শুরু হয়। স্প্যান স্থাপনের জন্য স্প্যান বহনকারী ক্র্যানবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান ই’ নির্দিষ্ট স্থানে অ্যাংকর করে। পজিশনিং করে নোঙ্গর করার পর ইঞ্চি ইঞ্চি মেপে খুঁটির ওপরে তুলে বসিয়ে দেয়া হয়।