
রাজবাড়ীর গোয়ালন্দে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাগাড়। মাছটি বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকায়।
আজ শুক্রবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনার মোহনায় বিশাল এ মাছটি স্থানীয় জেলে সাদ্দাম প্রামাণিকের জালে ধরা পড়েছে।
সাদ্দাম মাছটি বিক্রির জন্য দেলোয়ারের আড়তে নিয়ে গেলে ১ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ‘বাগাড় মাছটিকে এখনো জীবিত অবস্থায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করব।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মৎস্য আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। মৎস্য সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগের সুফল এটি।
এ ধরনের বড় আকারের আরও অনেক মাছ পদ্মায় রয়েছে।