
প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর আগে বড় ধাক্কা খেল আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগ শুরু হতে মাত্র চারদিন বাকি, এমন সময়ে করোনাভাইরাসের হানায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী ক্লাবটি।
পাঁচ ফুটবলারসহ আবাহনীর সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ফুটবলাররা হলেন রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান। এ ছাড়া দলটির সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের সব খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এতে সাতজন করোনা পজিটিভ হন।
ফেডারেশন কাপের ফাইনালে উঠলে এই রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো আবাহনীকে। কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।
আক্রান্ত হলেও কারও শরীরে করোনার উপসর্গ নেই। এ বিষয়ে সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আমাদের দলে পাঁচ ফুটবলারসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কারও শরীরে কোনো উপসর্গ নেই।’
পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হলেও বেশি চাপে পড়তে হচ্ছে না আবাহনীকে। কারণ আক্রান্ত হওয়া সবাই নিয়মিত একাদশের বাইরের ফুটবলার।
আগামী বুধবার থেকে ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা।