অর্থনীতি

পুঁজিবাজারে ঝুঁকিমুক্ত থাকতে বন্ডে বিনিয়োগ করুন: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যারা ঝুঁকিমুক্ত থাকতে চান, তাদের মিউচ্যুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দুবাইয়ে আজ মঙ্গলবার ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক রোড শোতে সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বর্তমানে প্রতিটি মিউচ্যুয়াল ফান্ড ১০-১৮ শতাংশ হারে লভ্যাংশ দিতে পারবে। আমরা অনেক বন্ডের অনুমোদন দিয়েছি। সবগুলোয় ভালো সাড়া পাওয়া গেছে।’

তিনি বলেন, ঋণ নেওয়ার জন্য আমরা প্রথমে ব্যাংকের দিকে নজর দিয়ে থাকি। কিন্তু বাস্তবিক পক্ষে ব্যাংক হচ্ছে স্বল্পমেয়াদি ঋণ প্রদানের জন্য। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো পুঁজিবাজার।

পুঁজিবাজারকে পরিচিত করানোর পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে দেশের বাইরে এই প্রথম আয়োজিত হচ্ছে রোড শো।

চার দিনের এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে বিএসইসি। প্রথম দিন দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে।

এদিন দুবাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রথম অনলাইনে বেনিফিশিয়ারি অনার্স (বিও) হিসাব খুলে এর কার্যক্রম উদ্বোধন করেন।

দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠিত হলে সে কোম্পানি কেন পুঁজিবাজারে যাবে? অন্যদিকে পুঁজিবাজার থেকে টাকা নিয়ে যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয় তাহলে নতুন নতুন কোম্পানি তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমানে পুঁজিবাজারের অনেক অগ্রগতি হয়েছে। নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে। ডিজিটাল বুথ, ডিজিটল বিও হিসাবের মতো সুযোগ-সুবিধা চালু হচ্ছে। এসব সুবিধা গ্রহণে প্রবাসীদেরও এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড ও বিদেশি বিনিয়োগের পরিমাণ খুবই কম। এই দুই অংশেরই বিনিয়োগ বাড়াতে হবে।

ইউসিবি স্টক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক রহমত পাশা বলেন, দুবাই মলের পাশে একটি ডিজিটাল বুথ চালু করা হচ্ছে। ওই বুথে গিয়ে এবং বাসায় বসেও দুবাইবাসীরা লেনদেন করতে পারবেন।

তিনি বলেন, প্রবাসীদের পুঁজিবাজারে বিনিয়োগে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button