প্রযুক্তি

পেপারফ্লাইয়ে একশো কোটি টাকা বিনিয়োগ করেছে ইকম

বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ে একশো কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের প্রযুক্তিখাতের অন্যতম বিপণন প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস।

এক বিবৃতিতে ভারতীয় প্রতিষ্ঠান ওয়ারবার্গ পিনকাস ও সিডিসি গ্রুপের আওতাধীন পণ্য সরবারহ প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার খবর জানায় পেপারফ্লাই।

২০১৬ সালে চার সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ ও শামসুদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন পেপারফ্লাই। গত পাঁচ বছরে বাংলাদেশের ই-কমার্স খাতের পণ্য বিলিকরনে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌঁছেছে।

দেশের বাইরে এটিই ইকম এক্সপ্রেসের প্রথম বিনিয়োগ। ভারতেজুড়ে ২৯০০ ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে দৈনিক ১০ লাখ মানুষের কাছে পণ্য পৌছে দিচ্ছে উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি।

বিদেশী বিনিয়োগ ও অংশীদারিত্ব প্রসঙ্গে পেপারফ্লাইয়ের প্রধান নির্বাহী শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতের প্রসারের সঙ্গে সঙ্গে ই-কমার্স পণ্য সরবারহ সেবা আরো বাড়বে।

‘প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে আমরা পণ্য ব্যবস্থাপনায় গতানুগতিক ধারনা পাল্টে দিতে ইকম এক্সপ্রেসের সঙ্গে চুক্তি করেছি।’

প্রধান পরিচলন কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান হিসেবে দেশজুড়ে পেপারফ্লাই গত পাঁচ বছরে বিপণন ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রসারমান ই-কমার্স খাতে অবদান রাখতে বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় প্রসারে সাহায্য করবে।

ভারতীয় প্রতিষ্ঠান ইকমের অভিজ্ঞতা পেপার ফ্লাইয়ের মাধ্যমে বাংলাদেশে পণ্য সরবারহ সেবায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button