অর্থনীতি

প্রকল্পের সমীক্ষা চান পরিকল্পনামন্ত্রী

উদ্দেশ্য অর্থ অপচয় বন্ধ

দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সরকারি অর্থের অপচয় বন্ধে প্রকল্পের সমীক্ষা জরুরি বলে মনে করেন তিনি।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে এক কর্মশালায় কথাগুলো বলেন মন্ত্রী।

‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের রূপরেখা চূড়ান্তকরণ’ শীর্ষক এ কমর্শালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে নানা মন্ত্রণালয়ের কর্মকর্তরা অংশ নেন।

এতে এখন যে উন্নয়ন প্রকল্পের মূল দলিল (ডিপিপি) তৈরি করা হয়, তাতে সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) বিষয়টি অস্পষ্ট। প্রায়ই প্রকল্প অনুমোদনে যাকে গুরুত্ব দেয়া হয় না।

মন্ত্রী বলেন, ‘আমাদের সমীক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এটা নিয়ে অনেকবার কথা বলেছেন। প্রকল্পের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে হলে অবশ্যই সমীক্ষা করতে হবে এবং তা ডিপিপিতে থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে এটা খুবই দরকার।’

এর প্রয়োজনীয়তা ব্যাখা করে মন্ত্রী বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে তাদের টাকা কোথায়, কীভাবে খরচ হচ্ছে, ঠিকমতো হচ্ছে কি-না, তা দেখভাল করার দায়িত্ব আমার।’

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রথম দিকে প্রকল্পের সংখ্যা বেশি ছিল না। এ কারণে তেমন গুরুত্ব পায়নি সমীক্ষা। এখন প্রকল্প অনেক বৃদ্ধি পাওয়ায় এর গুরুত্বও বেড়ে গেছে।

মন্ত্রী আরও জানান, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে হাজার হাজার কোটি টাকা জড়িত। এ অবস্থায় প্রকল্পের যথাযত সমীক্ষা অপরিহার্য হয়ে পড়েছে।

সমীক্ষা তৈরির জন্য একটি নীতিমালা করার নির্দেশ দেন তিনি ও বলেন, সেটা বাংলা ভাষায় হতে হবে।

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান পরিকল্পনামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button