বিনোদন ভুবন

প্রেগন্যান্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য: পিয়া

মা হতে চলেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়া।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ঘর আলো করে আসবে তার সন্তান। এর আগে পিয়া বেবি বাম্পের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন। শরীর ফিট রাখতে প্রেগন্যান্সির শুরু থেকে জিম করছেন পিয়া।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে পিয়া ফটোশুটের কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন, যা সাড়া ফেলেছে। জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের বিশেষ একটি ফটোশুট।

পিয়া লিখেছেন— ক্যারিয়ারে আমি অনেক ফটোশুট করেছি। এই শুটটা বিশেষ। কারণ আমি চেষ্টা করেছি একটা মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায়ও তার মতো সুন্দর। সে যে কী সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায়, তার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পেরেছি।

অন্তঃসত্ত্বাকালে একজন নারীর মনে কিছু নেতিবাচক বিষয়ও ভর করে। বিষয়টি স্মরণ করিয়ে দিতে পিয়া লিখেছেন— ভয়, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা সম্ভব, সঠিক খাবার, ব্যায়াম, জ্ঞানের মাধ্যমে। প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি শক্তিশালী তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না রেখে, কে কি বলবে না ভেবে, আরো সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগন্যান্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির প্রথম সন্তান এটি।

ছোটবেলায় ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতেন পিয়া। পড়ালেখা করেছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে।

পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী। কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ে। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button