কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের তৈরি ‘বিএনটি১৬২বি২’ টিকার অনুমোদন দেয়া হয়েছে।
যুক্তরাজ্য ও বাহরাইনের পর ফাইজারের কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অনুমোদনের কয়েকদিন আগে বুধবার এ অনুমোদন আসল।
কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রকের প্রধান স্বাস্থ্য পরামর্শক ডা. সুপ্রিয়া শর্মা বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ তিনি বলেছেন, ‘কানাডার নাগরিকরা আমাদের তীক্ষ্ণ পর্যালোচনা প্রক্রিয়ায় আস্থা রাখতে পারেন। টিকাটির সুরক্ষা, কার্যকারিতা ও মানদণ্ড নিখুঁত নিরীক্ষায় প্রমাণিত হওয়ার পরই এর অনুমোদন দেয়া হয়েছে।’
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অনুমোদনের শর্ত হিসেবে প্রস্তুতকারককে টিকার সুরক্ষা, কার্যকারিতা ও গুণগতমান সম্পর্কে তথ্য সরবরাহের বিষয়টি অব্যাহত রাখতে হবে।
এ মাসে ২ লাখ ৪৯ হাজার ডোজ নেবে কানাডা।
প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংল্যান্ড গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফাইজার ও বায়োএনটেকের টিকাটির প্রয়োগ শুরু করেছে।