
টেলিযোগাযোগ খাতের নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুক লাইভে আসবেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
এ খাতের নানা সেবা নিয়ে সাধারণ মানুষের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা সরাসরি শোনার পাশাপাশি পরামর্শ দেবেন তিনি।
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম লাইভ অনুষ্ঠিত হবে।
বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো বিটিআরসির কোনো চেয়ারম্যান অফিসিয়ালি এভাবে কোনো ইস্যু নিয়ে ফেসবুক লাইভে আসছেন।
এবারের বিষয় ‘শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট’।
শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে বিটিআরসির সংশ্লিষ্ট লাইসেন্সি ও স্টেকহোল্ডারদের কার্যক্রম নিয়ে কথা বলবেন চেয়ারম্যান।
লাইভে প্রশ্ন নেয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে যে কেউ প্রশ্ন বা মতামত দিতে পারবেন।
বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে এ লাইভ হবে।
বিটিআরসির চেয়ারম্যানের এ ‘সোশ্যাল মিডিয়া’ লাইভকে বেশ ইতিবাচক হিসেবে নিচ্ছেন স্টেকহোল্ডার ও খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, এতে সাধারণ মানুষের সঙ্গে নিয়ন্ত্রণ সংস্থা প্রধানের সরাসরি মতবিনিময় খাতটির গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।