ক্রীড়া

বক্সিং ডে টেস্ট থেকে বাদ পড়লেন ওয়ার্নার

বক্সিং ডে টেস্টেও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোট পুরোপুরি সেরে ওঠেনি তার। এ কারণে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও দলের বাইরে থাকতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ বুধবার ২৩ ডিসেম্বর নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে।

সিডনিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান তারকা ক্রিকেটার ওয়ার্নার। ড্রেসিংরুমে নেয়া হয় তাকে। তাঁর বদলি হিসেবে সেদিন দলে নেওয়া হয় আরেক বাঁহাতি ডার্সি শর্টকে।

চোটে পড়ে সিরিজের শেষ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্ট মিস করেন ওয়ার্নার। আশা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে হয়তো দেখা যেতে পারে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।

সিডনিতে ওয়ার্নারের পুনর্বাসন কার্যক্রম চলছিল। সঙ্গে ছিলেন পেসার শন অ্যাবট। দুজনেরই একসঙ্গে পুনর্বাসন কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করে সিডনিতে করোনার প্রকোপ বাড়ায় তাঁদের মেলবোর্নে আনা হয়। কোভিড-১৯ এর নিয়ম মেনে দুজন আগামী ৩০ ডিসেম্বর দলে যোগ দিতে পারবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউ সাউথ ওয়েলথ হেল্থ আউটলাইন মেনে কোনও প্লেয়ারকে হটস্পট থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিতে পারবে না৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার বায়ো-সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী হটস্পট থেকে কোনও প্লেয়ারকে বক্সিং ডে টেস্টের স্কোয়াডে যোগ দেওয়ার অনুমতি দেয় না৷’

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর৷ ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই বায়ো-সিকিউর পরিবেশে থেকে ট্রেনিং করছে৷ ওয়ার্নার ও অ্যাবট দু’জনেরই হোমটাউন সিডনি৷ কিন্তু সিডনিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ওয়ার্নার ও অ্যাবট শনিবার মেলবোর্নে এসে পৌঁছেছেন৷ কিন্তু টিমের কোভিড-১৯ প্রোটোকল নিয়মে এ দলের সঙ্গে যোগ দিতে পারেননি৷

অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া৷ আর অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম পেইনের দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button